Sunday, July 27.

Sponsor

ad728
  • Trending Here

    নিস্তব্ধতাময় রাজবাড়ী(পর্ব-১)

                     নিস্তব্ধতাময় রাজবাড়ী  (পর্ব-১)

    দীপাঞ্জন প্রধান   
    গ্রামের পূর্বদিকে একান্ত ঘন জঙ্গল,সেখানে ছিল বহু পুরোনো গাছ ও জন্তু জানোয়ারের সমাবেশ।কখনো কখনো সেই দৈত্যাকৃতি জন্তুরা গ্রামে বেরিয়ে এসে মানুষকেও আক্রমণ করতে ছাড়েনা। কিন্তু আসল কথা হলো এই যে সেই জঙ্গলে ছিল এক আদি রাজার  রাজবাড়ী।  একদিন স্কুলের স্যার এই রাজবাড়ী সম্পর্কে আলোচনা করেছিল। সেই ক্লাসে উপস্থিত ছিল ক্লাসের দুই  ছাত্র কৌশিক ঘোষ ও ননী মজুনদার। এই দুই ছাত্র ছিল ক্লাসের সেরা ছাত্র। তাই বাৎসরিক অনুষ্ঠানে রসায়নের স্যার তাদের দিয়েছিলেন দুটি অমূল্য অতি প্রাচীন আংটি।
                      স্যারের কাছ থেকে রাজবাড়ীর কথা শুনে কৌশিক আর ননী-র কৌতূহল বাড়লো রাজবাড়ী সম্পর্কে। কিন্তু কোনো উপায় নেই, কারণ সেই রাজবাড়ীর পথ অতি দুর্গম।হঠাৎই তারা জানতে পারলো সেই সেখানে নাকি অনেক গুপ্তধন পোঁতা রয়েছে। সেই গুপ্তধনের কথা নাকি গ্রামের প্রত্যেকেই জানতো,কিন্তু কোনো মানুষই এই বাড়িতে ঢুকে আর বেরুতে পারেনি।এই কথা শুনে তাদের কৌতূহল আরো বেড়েই চললো।
        তাই একদিন এই রহস্য উদ্ঘাটনের জন্য রওনা দিলো।
    ঐখানে তাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা সাতটা বাজলো।সেইস্থান ছিল জনমানব শুন্য,পথেঘাটে কোনো মানুষ নেই। দূরে ওই হাইস্কুলের আলোটা মিটমিট করে জ্বলছে।আর রয়েছে হিংস্র জন্তুদের গলার আওয়াজ। তারা স্কুলের কাছে গেলো।
    সেখানে পৌঁছে তারা এক শিশুর কান্না শুনতে পেলো। তারা তাই তৎক্ষণাৎ ওই শিশুর কাছে পৌঁছলো। কৌশিক বললো-" এই প্রকান্ড ঘন অরণ্যের মধ্যে এই অনন্য অভিধার মতো দেখতে দুধের শিশুকে ফেলে রেখে গেছে তাদের কি কোনো মায়াদয়া নেই।" তাকে নিয়ে ওই কাজ করা সম্ভব নয় , তাই তারা বাড়ির পথে রওনা দিলো। সেদিন আর তাদের উদ্যেশ্য সম্পূর্ণ হলো না।পরদিন তারা ওই শিশুকে নিয়ে চাইল্ড কেয়ার-এ দিয়ে এলো।
                            আবার সেই দিনই কৌশিকের বিদেশে পড়তে যাওয়ার খবর এলো।তাই আর গুপ্তধন রহস্য ভেদ করা সম্ভব হলোনা। ননী ও ওখানে যেতে এক ভয় পেলো। তাই দিন আসে আর দিন যায়, কিন্তু ৫ বছর কেটে গেলেও ওই গুপ্তধন রহস্য আর ভেদ করা হলো না।
             অনেকদিন পর কৌশিক বিদেশ থেকে বাড়ি ফিরলো ও ননী-এর সাথে যোগাযোগ করলো। তারা ঠিক করলো যে তারা ৫-৬ দিন পর আবার বেরুবে 
    গুপ্তধন-এর সন্ধানে। অবশেষে সেই দিন এলো ও তারা রওয়না দিলো তাদের সেই গুপ্তধনের সন্ধানে।......................
                                                   (পরবর্তী অংশ পর্ব ২-এ )
    Computer Type-এ: প্রতীক মাইতি
    লেখক যোগাযোগ :(Email) dipan231jan@gmail.com
    (রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা) 

    No comments

    Contact Form

    Name

    Email *

    Message *