Wednesday, July 23.

Sponsor

ad728
  • Trending Here

    নিমন্ত্রন

    নিমন্ত্রন

    প্রতীক মাইতি
    নিমন্ত্রণ হয়েছিল বাবুর বাড়িতে
    আমি গিয়েছিলাম ধুতি পরে
    সেখানে দারোয়ান বলে ধুতি পর কেন ?
    এই বলিয়া আমাকে তাড়াইয়া দিলো।
    আমাকে জানেনা আমি কত বড়ো কবি
     কিন্তু দারোয়ান বলে ভাই স্যুট নাহি কেন?
    তাই শুনি আমি চলিলাম লন্ড্রিতে তাড়াতাড়ি -
    স্যুটপ্যান্ট ভাড়া লইলাম পয়সা  গুণী।
    স্যুটপ্যান্ট দেখিয়া দারোয়ান ,
     ছাড়িয়া দিলো তাড়াতাড়ি।
    ভিতরে আসিয়া আমার মনে হইলআমার হয়নি ডাক,
    আমার স্যুটপ্যান্টের ছিল।তাই রাগী করিলাম এক কাজ
     খাবার ঢুকাইলাম পকেটেখারাপ করি সাজ।
    এই দেখিয়া বাবু বলে,"একি তুমি করো !"
    বলিলাম নির্বিশেষে সমস্ত ঘটনা ,
    কিন্তু করি নাই আমি এতটুকুও রটনা।
    তাই শুনি দারোয়ান বুঝিল তাহার ভুল 
    তাহা একেবারেই অপ্রতুল।
    এবার আমি খাইলাম আপন মন  ভোরে,
    তারপর গিয়াছিনু বাড়ি খুব ভোরে।
    আমি ভাবি ভগবান এমনও  কি হয়!
    কোনদিনো কোনো কবির সাথে এমন না হয়।

           


    No comments

    Contact Form

    Name

    Email *

    Message *