নিমন্ত্রন
নিমন্ত্রণ হয়েছিল বাবুর বাড়িতে
আমি গিয়েছিলাম ধুতি পরে
সেখানে দারোয়ান বলে ধুতি পর কেন ?
এই বলিয়া আমাকে তাড়াইয়া দিলো।
আমাকে জানেনা আমি কত বড়ো কবি
আমি গিয়েছিলাম ধুতি পরে
সেখানে দারোয়ান বলে ধুতি পর কেন ?
এই বলিয়া আমাকে তাড়াইয়া দিলো।
আমাকে জানেনা আমি কত বড়ো কবি
কিন্তু দারোয়ান বলে ভাই স্যুট নাহি কেন?
তাই শুনি আমি চলিলাম লন্ড্রিতে তাড়াতাড়ি -
তাই শুনি আমি চলিলাম লন্ড্রিতে তাড়াতাড়ি -
স্যুটপ্যান্ট ভাড়া লইলাম পয়সা গুণী।
স্যুটপ্যান্ট দেখিয়া দারোয়ান ,
স্যুটপ্যান্ট দেখিয়া দারোয়ান ,
ছাড়িয়া দিলো তাড়াতাড়ি।
ভিতরে আসিয়া আমার মনে হইলআমার হয়নি ডাক,
আমার স্যুটপ্যান্টের ছিল।তাই রাগী করিলাম এক কাজ
খাবার ঢুকাইলাম পকেটেখারাপ করি সাজ।
এই দেখিয়া বাবু বলে,"একি তুমি করো !"
বলিলাম নির্বিশেষে সমস্ত ঘটনা ,
কিন্তু করি নাই আমি এতটুকুও রটনা।
তাই শুনি দারোয়ান বুঝিল তাহার ভুল
তাহা একেবারেই অপ্রতুল।
এবার আমি খাইলাম আপন মন ভোরে,
তারপর গিয়াছিনু বাড়ি খুব ভোরে।
আমি ভাবি ভগবান এমনও কি হয়!
কোনদিনো কোনো কবির সাথে এমন না হয়।
আমার স্যুটপ্যান্টের ছিল।তাই রাগী করিলাম এক কাজ
খাবার ঢুকাইলাম পকেটেখারাপ করি সাজ।
এই দেখিয়া বাবু বলে,"একি তুমি করো !"
বলিলাম নির্বিশেষে সমস্ত ঘটনা ,
কিন্তু করি নাই আমি এতটুকুও রটনা।
তাই শুনি দারোয়ান বুঝিল তাহার ভুল
তাহা একেবারেই অপ্রতুল।
এবার আমি খাইলাম আপন মন ভোরে,
তারপর গিয়াছিনু বাড়ি খুব ভোরে।
আমি ভাবি ভগবান এমনও কি হয়!
কোনদিনো কোনো কবির সাথে এমন না হয়।
No comments