Wednesday, July 23.

Sponsor

ad728

আখাঙ্খা

আখাঙ্খা

প্রতীক মাইতি 

বেঁচে থাকার ইচ্ছেটাকে-
যতবার ঝালিয়ে নিতে চাই-
ততবারই ভেঙে হয়ে যায় খান খান।
জানি স্মৃতি শুধু স্মৃতিই-
তবুও সেইতো আমার বেঁচে থাকার প্রেরণা।
বাস্তবের কঠিন আঘাতেও যখন -
স্বপ্নে দেখার সৌধটা ধসে পড়ে নিজের অজান্তে,
তখন সরে যেতে চাই সুদূরে পরপারে।
হেথায় শুধু স্মৃতির হাতছানি।
যাদের আমি কাছের ভেবে স্বপ্ন দেখি
তারা সরে যায় অনেক দূরে।
তখন শুধু দেখতে পাই-
সেই একান্ত আপনের প্রতিছবি।
সুপ্ত প্রতিভার মুক্ত দিগন্ত -
ঝড়ের তান্ডবে হারিয়ে ফেলে গতিপাথ।
ভাবনার জগত থেকে ভেসে আসে শুধু একটি বাণী
আমাকে শেষ করে দাও - করে দাও নিঃশেষ।

No comments

Contact Form

Name

Email

Message