নিস্তব্ধতাময় রাজবাড়ী (পর্ব-২)
নিস্তব্ধতাময় রাজবাড়ী(পর্ব-২)
দীপাঞ্জন প্রধান
এক চিতবাঘ।তখন তারা আর কি করে,জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকলো।চিতাটি কোনো কিছু না করে সেখান থেকে সরে গেলো।একঝাঁক পশু তাদের পিছনদিক দিয়ে ছুটে গেলো।
- "পশুরা আজ এতো উন্মাদ কেন ?"
- "কারণ কাল দাবানলে কিছু জঙ্গল পুড়ে গেছে।"
এরপর তারা ধীরে ধীরে এগোতে লাগলো।হঠাৎ তাদের কানে এক শব্দ ভেসে এলো।
- "এটা কিসের শব্দ?"
একটা জানোয়ার নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে শব্দটাকে শুনতে লাগলো।
- "এটাতো মাটি খোঁড়ার শব্দ।"
তারা তারপর ক্রমান্নয়ে নিস্তব্দে এগুতে লাগলো এবং রাজবাড়ীর দারপ্রান্তে উপনীত হলো। তারা লক্ষ্য করলো
কয়েকজন ডাকাত মাটি খুঁড়ছে ও তাদের সর্দার মনে হয় চারিদিক পাহারা দিচ্ছে।
হঠাৎ এক রাজার গলা শোনা গেলো।
- "কি করছো তোমরা?"
- "কে তুমি?"
- "আমি এই রাজবাড়ীর রাজা।"
- "কিন্তু...কিন্তু..তুমি তো মারা গেছো!"
- "হ্যাঁ।আমার আত্মা এই রাজবাড়ীর চারিদিকে বিচরণ করছে। আমার সমস্ত গুপ্তধন পাহারা দেই আমি,
আর তোরা সেই গুপ্তধন চুরি করতে এসেছিস মূর্খ ডাকাতের দল।"
এই কথাশুনে ডাকাতেরা থর থর করে কাঁপতে লাগলো।
তারা একত্রে বলে উঠলো - "দয়া করে আমাদের ছেড়েদিন।"
- "ছেড়েতো দেব,কিন্তু যেসব জিনিস চুরি করেছিস সেগুলো সব ফেরত দে।"
তখন তারা একে একে সব জিনিস রেখে দৌড়ে পালিয়ে গেলো।
কৌশিক ও ননী সব দেখে তাড়াতাড়ি বাড়ি পালিয়ে গেলো।
...............পরদিন সকালে তারা সবকিছু সবাইকে জানালো। তখন সবাই পুলিশে খবর দিলো। পুলিশ নিযে
সেই রাজ্বাড়ির উদ্যেশে সবাই রওনা দিলো।যখন তারা রাজ্বাড়িতে পৌঁছলো,তখন সবাই দেখলো যে সারি সারি
পাত্রে ভরা হয়ে পড়ে রয়েছে অনেক গুপ্তধন। পুলিশ সব গুপ্তধন বাজেয়াপ্ত করলো।
সেখানে কৌশিক ও ননী দেখতে পেলো এক কঙ্কাল পরে রয়েছে। যার হাতে রয়েছে এক মহা মুল্যবান প্রাচীন
আংটি। যা হাতে নেওয়া মাত্রই তাদের গা শিউরে উঠলো।...............কারণ, এই আংটি তাদের খুবই চেনা|
লেখক যোগাযোগ:(Email) dipan231jan@gmail.com
.......প্রথমপর্বের পর পরবর্তী অংশ।
....অবশেষে তারা সেই জঙ্গলে পৌঁছলো।তারা ভয়ে কম্পমান। হঠাৎ তাদের সামনে এসে পড়ে এক চিতবাঘ।তখন তারা আর কি করে,জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকলো।চিতাটি কোনো কিছু না করে সেখান থেকে সরে গেলো।একঝাঁক পশু তাদের পিছনদিক দিয়ে ছুটে গেলো।
- "পশুরা আজ এতো উন্মাদ কেন ?"
- "কারণ কাল দাবানলে কিছু জঙ্গল পুড়ে গেছে।"
এরপর তারা ধীরে ধীরে এগোতে লাগলো।হঠাৎ তাদের কানে এক শব্দ ভেসে এলো।
- "এটা কিসের শব্দ?"
একটা জানোয়ার নিস্তব্ধ ভাবে দাঁড়িয়ে শব্দটাকে শুনতে লাগলো।
- "এটাতো মাটি খোঁড়ার শব্দ।"
তারা তারপর ক্রমান্নয়ে নিস্তব্দে এগুতে লাগলো এবং রাজবাড়ীর দারপ্রান্তে উপনীত হলো। তারা লক্ষ্য করলো
কয়েকজন ডাকাত মাটি খুঁড়ছে ও তাদের সর্দার মনে হয় চারিদিক পাহারা দিচ্ছে।
হঠাৎ এক রাজার গলা শোনা গেলো।
- "কি করছো তোমরা?"
- "কে তুমি?"
- "আমি এই রাজবাড়ীর রাজা।"
- "কিন্তু...কিন্তু..তুমি তো মারা গেছো!"
- "হ্যাঁ।আমার আত্মা এই রাজবাড়ীর চারিদিকে বিচরণ করছে। আমার সমস্ত গুপ্তধন পাহারা দেই আমি,
আর তোরা সেই গুপ্তধন চুরি করতে এসেছিস মূর্খ ডাকাতের দল।"
এই কথাশুনে ডাকাতেরা থর থর করে কাঁপতে লাগলো।
তারা একত্রে বলে উঠলো - "দয়া করে আমাদের ছেড়েদিন।"
- "ছেড়েতো দেব,কিন্তু যেসব জিনিস চুরি করেছিস সেগুলো সব ফেরত দে।"
তখন তারা একে একে সব জিনিস রেখে দৌড়ে পালিয়ে গেলো।
কৌশিক ও ননী সব দেখে তাড়াতাড়ি বাড়ি পালিয়ে গেলো।
...............পরদিন সকালে তারা সবকিছু সবাইকে জানালো। তখন সবাই পুলিশে খবর দিলো। পুলিশ নিযে
সেই রাজ্বাড়ির উদ্যেশে সবাই রওনা দিলো।যখন তারা রাজ্বাড়িতে পৌঁছলো,তখন সবাই দেখলো যে সারি সারি
পাত্রে ভরা হয়ে পড়ে রয়েছে অনেক গুপ্তধন। পুলিশ সব গুপ্তধন বাজেয়াপ্ত করলো।
সেখানে কৌশিক ও ননী দেখতে পেলো এক কঙ্কাল পরে রয়েছে। যার হাতে রয়েছে এক মহা মুল্যবান প্রাচীন
আংটি। যা হাতে নেওয়া মাত্রই তাদের গা শিউরে উঠলো।...............কারণ, এই আংটি তাদের খুবই চেনা|
লেখক যোগাযোগ:(Email) dipan231jan@gmail.com
No comments