বিষাদ -প্রেম
প্রতীক মাইতি
আচ্ছা,তুমি জানো ? শিউলিরা কেন ঝরে ?
কার দুঃখে ?
মালতি বড়ো দঃখের নাম -
বলেছিলো অনির্বান।
আরো বলেছিলো তুমি সূর্যমুখী হলে না কেন?
শিউলিরা ঝরা দুঃখ নিয়ে ?
প্রেম আজ ম্লান।
হয়তো ভাবো এটা ভুলের প্রাসাদ -
নয়তো কোন পাগলা গারদ ,
তাই অভিসার রাজনী আজ -
বিষাদে মগ্ন।
হয়তো এটাই ঠিক-দঃখময় প্রেমকে
কেউ কি করে বরন ?
যদি আসে দঃখহীন সখের প্রেম।
No comments