শুকদেব দাস
কি লিখবো,কি আছে দুনিয়ায়
যা আমার কবিতায় বিস্ফোরণ হবে।
যা ছিল দুনিয়ায় সবই বদ্ধ
হয়ে গেছে বইয়ের পাতায় পাতায়।
ভরা কালিতে আমার কলম
এখনও পড়ে রয়েছে।
কত নতুন সৃষ্টি হলো,কি বা দেখলাম
তাইই আমার কবিতায় বাসা বাঁধে।
আমার রাগ, আমার প্রেম বিস্ফোরণের আগে,
আমার কলমে জাগে বিস্ফোরণের বারুদ।
সেই বারুদে আগুন জ্বলে-
যখন সবাই ,
আমায় পড়ে।
লেখক যোগযোগ:(Email) sukdebdas1997@gmail.com
No comments