Sponsor

ad728
  • Trending Here

    আমার বসন্ত

    আমার বসন্ত

     সংযুক্তা মন্ডল 

    হেরে আমি যায়নি এখন ও
             এই বসন্তের প্রতিটা গাছে,
    এখন ও আমারই নামের নতুন পাতা গজায়।।
    চেষ্টা হাজার করেও বিফল হয়েছে বন্ধু
    সব কিছু আমিও রেখেছি বজায়।।
    সবার চোখ এড়িয়ে চুরি করেছি
       একমুঠো সুন্দর বসন্ত
    হাতের চেটো অনেকটা চওড়া
       তাই রঙ্গিন হোলির সংখ্যা নয়তো কম।।
    এক ফোঁটা বুঝতে দেইনি কাউকেও
       সবার চোখ এড়িয়েছি আমি
    চুরি করা এই রঙ্গিন বসন্তগুলো শুধু আমার
     খবরও রাখেনি স্বয়ং অন্তর্যামী।।
    যেদিন শুনেছিলো বধির এই কর্ণযুগল
      আমায় ভালো না বেসে থাকতে পারা
    এক অসম্ভব ঘটনা
    কিছুই বলিনি আমি এই ডাহা মিথ্যের প্রতিবাদে
    তবুও  উপহারে দিয়েছি
        বেশ কিছু নিজস্ব বসন্ত।।
    তাই অবশিষ্ট সংখ্যা অনেক কম
      গাছের ডালও প্রায় নগ্ন
    কিন্তু এই একটা পাতায় বেঁচে নেবো
    যতক্ষণ না ধেয়ে আসছে শুভলগ্ন।।
    তার পরেও যদি তোমার ঘৃণার জোয়ারে
    জন্ম দিতে পারো একটা সিন্ধু
      কথা দিলাম তোমায় বন্ধু
    হারাবোনা কিছুতেই আমি
       উগরে দেব ভালোবাসার শেষ বিন্দু।।

    লেখক যোগাযোগ : (Email) imsanjuktamandal@gmail.com

    1 comment:

    Contact Form

    Name

    Email *

    Message *