Sponsor

ad728
  • Trending Here

    ওরা

    ওরা

    শুকদেব দাস 

    ষাট ষাট ষাট বালাই ষাট
    যত বলা সবই কলা
    এরা চায় এই দুনিয়ায় আপান পথ চলা
               বলছে ওরা মুখে
               যাচ্ছে ওরা দিব্যি সুখে
               ভাবছে কি ওরা রাত দুপুরে
                ওরা বাদে থাকছে আবার কেউ
    দিনের বেলায় স্বপ্ন দেখায়
    স্বপ্নতে রাজা বানায়
    সূর্য যখন অস্ত যায়
    স্বপ্ন তখন ধুলোয় মিলায়
    আজ সেই স্বপ্ন নিয়ে
    বেঁচে  আছে ওদের কাছে
    স্বপ্ন যেন অলীক না হয়
    ওরা মায়ের কোলে ফিরতে চায়। 

    লেখক যোগাযোগ: (Email) sukdebdasd1997@gmail.com

    No comments

    Contact Form

    Name

    Email *

    Message *