ওরা
ওরা
শুকদেব দাস
ষাট ষাট ষাট বালাই ষাট
যত বলা সবই কলা
এরা চায় এই দুনিয়ায় আপান পথ চলা
বলছে ওরা মুখে
যাচ্ছে ওরা দিব্যি সুখে
ভাবছে কি ওরা রাত দুপুরে
ওরা বাদে থাকছে আবার কেউ
দিনের বেলায় স্বপ্ন দেখায়
স্বপ্নতে রাজা বানায়
সূর্য যখন অস্ত যায়
স্বপ্ন তখন ধুলোয় মিলায়
আজ সেই স্বপ্ন নিয়ে
বেঁচে আছে ওদের কাছে
স্বপ্ন যেন অলীক না হয়
ওরা মায়ের কোলে ফিরতে চায়।
লেখক যোগাযোগ: (Email) sukdebdasd1997@gmail.com
No comments