Sponsor

ad728
  • Trending Here

    শুভ্রতা

    শুভ্রতা

    প্রতিক  মাইতি

    তুমি চেয়েছিলে একগুচ্ছ সাদা কাশফুল
    যার সৌন্দর্য সুষমায় ভরে যাবে মন।
    যে শুভ্রতায় দূর হয়ে যাবে সমস্ত ক্লেশ ও কালিমা।
    তুমি ভাবছো তোমার ডালিতে ভুল করে
    কেউ দিয়ে  গেছে গন্ধহীন পলাশ
    তাহলে তুমি নেবে কেন সেই ফুল-
    কেন হবে ভুলে শিকার?
    যে কুসুমে কণ্টক আছে-কাজ কি
    সেই কুসুম চয়নে ?
    কণ্টকহীন সুগন্ধি পুস্প যখন রয়েছে তোমার বাগানে।
     পাদুকা বিহীন পা নিয়া নাটমন্দিরে ধুলো মেখে
    কি প্ৰয়োজন মন্দিরের গর্ভগৃহে যাওয়া ?
    রয়েছে যখন কাছেই দেবতা -
    কাজ কি এতো ক্লেশ সওয়া ?..........

    No comments

    Contact Form

    Name

    Email *

    Message *