রিয়ারানী
প্রতীক মাইতি
বিকেল বেলা রিয়ারানী এলো কাকুর ঘরে
তাইনা দেখে কাকুমনির খুশিতে মন ভরে
আধো কথায় আধো বুলিতে বলছে কাকামনি
ঠাম্মার সাথে তোমার ঘরে চলে এলাম আমি
আম কুড়াবো জ্যাম কুড়াবো বাসবো ঘাটের ধরে
রেলের গাড়ি যাওয়া আসা দেখবো বারে বারে।
সাজি ভোরে তুলবো ফুল,হবে লক্ষীপুজো -
ধুপ জ্বালাবো, দ্বীপ জ্বালাবো,হবে কত মজা।
পুকুর থেকে দাদুভাই আনবে ধরে মাছ-
রাঁধবে দিদুন দুপুরবেলা,খাবো সবাই ভাত।
বিকেলবেলায় যাবো হাটে দাদুর হাত ধরে ,
কিনবো কত এটা ওটা অন্য বাগে পুরে।
চপ কাটলেট ছোলাভাজা ,তারই সাথে গাজা
বাড়ি ফিরে খাবো সবাই করবো কত মজা।
পরের দিন চলে যাবো আমি আমার বাড়ি
সময় করে যেও কাকু-নইলে কিন্তু আড়ি।
No comments